ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১ , আজকের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

দশমিনা উপজেলা মৎস্য ও নৌপুলিশের অভিযান ৪টি বেহেন্দি জাল জব্দ

দশমিনা (পটু্যাখালী) প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলায় তেতুলি নদীতে গত ১৬ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা দশমিনা উপজেলা মৎস্য ও নৌপুলিশের যৌথ অভিযান পরিচালনা করে ৪টি বেহেন্দি জাল জব্দ করে।সাংশ্লিষ্ট সূত্রে জানাজায়, গত মঙ্গলবার সকাল ১০ঘটিকার সময় দশমিনা বাঁশবাড়ীয়া এলাকায় কিছু অসাধু জেলে তেতুলি নদীতে বেহেন্দি জাল ফেলে মাছ স্বীকার খবর পেয়ে দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার ও নৌপুলিশের এ এস আই মোঃসবুজ সহ নৌপুলিশের টিম অভিযান পরিচালনা করেন।

এ সময় অভিযানে ৪টি বেহেন্দি জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম বলেন,দশমিনা উপজেলায় তেতুলি নদী মাছে অভয় অরন্য কিছু অসাধু জেলেরা মাছকে সমূলে ধ্বংস করার জন্য বেহেন্দি জাল ফেলে নদীতে।গত মঙ্গলবার অভিযান চালিয়ে ৪টি বেহেন্দি জাল জব্দ করি যার মূল্য আনুমানিক ৩লক্ষ টাকা।

জাল জব্দ করে পুরিয়ে ফেলা হয়। তিনি আরো বলেন সরকার প্রদেয় বিধিনিষেধ পালনে আমরা বদ্ধ পরিকর কোন প্রকারেই অবৈধ বেহন্দি, কারেন্ট জাল নদীতে মাছ ধরার জন্য ব্যবহার করতে দেয়া হবেনা। আমাদের এ অভিযান চলোমান থাকবে।