
মোঃ আশিকুর রহমান রনি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় আশুগঞ্জ বাজারে বাসার ছাদ থেকে আরাফাত (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পিতার নাম আব্দুর রহমান তিনি আশুগঞ্জ মধ্যবাজার হাজী পাড়ায় এক বাসায় ভাড়া থাকেন। মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আশুগঞ্জ থানার ওসি(তদন্ত) হাবিবুর রহমানের সঙ্গে কথা বললে তিনি জানান লাশ মর্গে পাঠানো হবে,রির্পোট আসলে তদন্তের মাধ্যমে সঠিক কারন জানা যাবে। এখনো কোন মামলা হয়নি। বিষয়টি নিয়ে উধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হচ্ছে।তিনি আরও জানান জিঙ্গাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে।
Print [1]