ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১ , আজকের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ গ্রেফতার ০১

কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ বিকেল ১৬.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন প্রাগপুর (পশ্চিমপাড়া) গ্রামস্থ জনৈক মোঃ শাহাজুল ইসলাম (তাহাজ) এর রুপসা স্যানেটারীর সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ফেন্সিডিল-৭৭ বোতল, যাহার আনুমানিক মুল্য অনুমান (৭৭ঢ১০০০)=৭৭০০০/- হাজার টাকা, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড- ০১টি সহ ০১ জন আসামী মোঃ আঃ রাজ্জাক (ইতার)(২৬), পিতা-মৃত আঃ করিম মন্ডল, সাং-চর প্রাগপুর (বাজার পাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।