কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ২৬ ফেব্রæয়ারি ২০২১ ইং তারিখ দুপুর ১২.৩০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন মালি গ্রামস্থ বরকত ফিলিং ষ্টেশনের এর সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ইয়াবা ট্যাবলেট-১৬০ (একশত ষাট) পিছ, যাহার আনুমানিক মুল্য অনুমান (১৬০ঢ৫০০)= ৮০০০০/- (আশি হাজার), মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০২টি, নগদ ৫০০/- (পাচঁশত) টাকা সহ ধৃত আসামী মোঃ আকাশ হোসেন (২২), পিতা-মোঃ আজাদ সরদার, সাং-থানা পাড়া, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার খোকসা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার খোকসা থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।