ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ , আজকের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

দৌলতপুরে জাতীয় ভোটার দিবস পালন

দৌলতপুরে জাতীয় ভোটার দিবস পালন


দৌলতপুর অফিস: “বয়স যদি আঠারো হয়-ভোটার হতে দেরি নয়” এই শ্লোগানকে সামনে ধারন করে নানা কর্মসূচির মধ্যে দিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার(২ মার্চ ২০২১ ) সকালে দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে প্রথমে কবুতর উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচন সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন,এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ গোলাম আজম,উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়াদ্দার,সমাজ সেবা অফিসার মোঃ আতাউর রহমান, প্রানী সম্পদ অফিসার আব্দুল মালেক,মৎস অফিসার খন্দকার শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সালেহ্, দৌলতপুর প্রেসক্লাব ডি.পি.সি”র সভাপতি আব্দুল আলীম সাচ্চু ,সাংবাদিক মোঃ শরিফুর ইসলাম, সাংবাদিক হেলাল উদ্দিন, সাংবাদিক জিল্লুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্মার্ট কার্ড বিতরণ ও উপজেলার চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করা হয়।