সূচী হত্যার রহস্য উদঘাটন: আটক সূচী”র মা
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: বাবার কাছে চলে আসতে চাওয়ায় মা কর্তৃক মেয়েকে মারধর, পরিনতি মৃত্যু-লাশ বগুড়া থেকে ময়মনসিংহ মুক্তাগাছায়। গত ২৫ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ রাত অনুমান ০৮.৪৫ ঘটিকার সময় মুক্তাগাছা পাড়াটুঙ্গী রহিমা জান্নাতুল জামে মসজিদের পাশে ০৬ (ছয়) বছরের অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করে মুক্তাগাছা থানা পুলিশ।
২৬ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ তারিখ লাশের পরিচয় পাওয়া যায়। শিশুটির নাম সূচী বয়স আনমানিক ছয় জামালপুর জেলার চিথলিয়া গ্রামের মৃতঃ আঃ সামাদ এর পুত্র সাইফুল ইসলাম (৩০) মেয়ে। জানতে পারি শিশুটির আপন মা জামালপুর জেলার আড়ালিয়া গ্রামের মৃতঃ ইব্রাহিম এর মেয়ে চম্পা বেগম হরুফে রুমা (২৬) এর হাতেই খুন হয়।
এ ঘটনায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় ভিকটিমের বাবা সাইফুল ইসলাম (৩০) এজাহার দায়ের করিলে মামলা নং-২০, তারিখ-২৭ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা মামলাটি ডিবিতে হস্তান্তর করেন।
এরই অংশ হিসেবে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি মোঃ শাহ কামাল আকন্দ এর তত্বাবধানে মামলাটি তদন্তকালে এসআই (নিঃ) পরিমল চন্দ্র সরকার একটানা অভিযান করে ঘটনায় জড়িত সন্দেহে ভিকটিমের মা চম্পা বেগম হরুফে রুমাকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে ০১ মার্চ ২০২১ খ্রিঃ তারিখের ভোরে গ্রেফতার করে।
ভিকটিম সূচীতার বাবা সাইফুলের নিকট লালিত পালিত। মা চম্মা হরুফে রুমা (২৬) গত ০৩ (তিন) বছর পূর্বেই স্বামী সাইফুল (৩০)কে রেখে বগুড়া চলে যায়। বগুড়া সদর থানাধীন ঘুন্ডিমোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। একমাস আগে ভিকটিমের মা বগুড়া থেকে জামালপুর এসে কাউকে না বলে তার দাদির নিকট থেকে সূচীকে নিয়ে বগুড়া চলে যায়।
কিন্তু ভিকটিম সূচী বগুড়া তার মায়ের নিকট থাকতে চান নি। এজন্য মা তাকে প্রায়ই মারধর করত। ঘটনার ৪/৫ দিন আগে সূচীকে মাথায় আঘাত করে। এক পর্যায় সে অসুস্থ্ হলে বগুড়া হাসপাতালে ভর্তি করা হলে ঠিক ০১ দিনপর শিশুটি মারা যায়।
শিশুটির মৃতদেহ পরেরদিন শিশুটির মা চম্পা বেগম বাস যোগে ময়মনসিংহ মুক্তগাছা এনে মসজিদের কাছে ফেলে পালিয়ে যায়। আসামী চম্পা বেগম হরুফে রুমাকে ০২ মার্চ ২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসআদ ২নং আমলী আদালতে সোর্পদ করা হলে, হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে জানা যায়।