ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১ , আজকের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

সাতক্ষীরার কলারোয়ায় ৬৫৫ পিচ ইয়াবা সহ আটক মাদক ব্যবসায়ী 

মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরার কলারোয়ায় র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে ৬৫৫ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক।আটককৃত মাদক ব্যবসায়ী জাহিদ হাসান (২৫), সে যশোর জেলার শার্শা থানার বাঘআচড়া (লারিপুকুর মাঠপাড়া, সাতভাই গোষ্ঠী মোড়ল বাড়ি) মৃত. মাজেদ আলী মোড়ল এর ছেলে।

০৪ মার্চ রাত শোয়া আট টার সময় সিনিঃ এএসপি মোঃ বজলুর রশিদ এর নেতৃত্বে র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামস্থ কোটারমোড় মেইন রোড পাঁকা রাস্তার উপর থেকে ৬৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ও ১টি সিমকার্ড সহ আসামীকে হাতে নাতে আটক করে।পরবর্তীতে জব্দকৃত আলামত ও আটককৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করতঃযার মামলা নং-১১, তাং ০৫/০৩/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬ (১) টেবিল ১০(ক) ধারা।