ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে ক্রীড়া যুব সংঘের আয়োজনে শহীদ আবু বক্কর সিদ্দিক, ডাঃ আব্দুস সাত্তার, সাদ আহমেদ ও আমজাদ হোসেন মাষ্টার স্মৃতি স্মরণে ভলিবল প্রতিযোগীতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৫ মার্চ২১ )দিনব্যাপী উপজেলার বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসরের ড. সেলিম তোহা।

কুষ্টিয়া ও দৌলতপুর আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ নাছের রোটন এর সভাপতিত্বে, এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, পিপুলস ডিগ্রি কলেজর অধ্যক্ষ সেলিম আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার তৌহিদুল ইসলাম, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক টিপু নেওয়াজ, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জান খান সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব সরদার আতিয়ার রহমান আতিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক চঞ্চল হোসেন।সাবিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সহ-সম্পাদক রেজভী হাসান মাহমুদ হিরক।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ১২টি দল অংশ করেন।
সিরাজনগর ভলিবল ক্লাব বাগোয়ান ভলিবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হন। অনুষ্ঠানটির স্পনসারে ছিলেন ওয়েষ্টান ইন্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড ও আরমা গ্রুপ।