ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সাতক্ষীরার দেবহাটায় রান্নাঘর থেকে ফেন্সিডিল উদ্ধার থানায় মামলা

মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরার দেবহাটার উপজেলার সদর ইউনিয়নের চররহিমপুরের একটি রান্নাঘর থেকে ৯৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। বাড়ির মালিক সহ দুই জনের নামে থানায় মামলা হয়েছে।সকাল ১০টার দিকে ভাতশালা বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার আবু তালেবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে বিওপির সদস্যরা।

এ সময় চররহিমপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র কামরুল ইসলামের বাড়ির রান্নাঘর থেকে ৯৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। পরে উদ্ধারকৃত ফেন্সিডিল ও বাড়ির মালিক সহ ২ জনের নামে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়। মামলার অপর আসামী একই গ্রামের সোহাব আলীর পুত্র বাপ্পি সরদার।

এব্যাপারে ভাতশালা বিওপির নায়েব সুবেদার আবু তালেব জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চররহিমপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র কামরুল ইসলামের বাড়ির রান্নাঘর থেকে ৯৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।