ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১ , আজকের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

ঈশ্বরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি: আজ ঐতিহাসিক ৭ই মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে স্বাধীনতার আহ্বান সংবলিত এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ভাষণের দিনটি এবার প্রথমবারের মতো ‘জাতীয় দিবস’ হিসেবে উদযাপন করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে ঈশ্বরগঞ্জ পৌরসভার স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.আব্দুস ছাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে.এম ফরিদ উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল কাদের মিয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাদী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.হাবিবুর রহমান আকন্দ হলুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই প্রমুখ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।