ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১ , আজকের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

ঐতিহাসিক ৭ ই মার্চ  উপলক্ষে আনন্দ উদযাপন করেছে র‌্যাব-১২

ঐতিহাসিক ৭ ই মার্চ ২০২১ উপলক্ষে এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে র‌্যাব-১২।

বাঙ্গালীর মুক্তির সনদ ২০১৭ এর ৩০ অক্টোবর জাতিসংঘের প্রতিষ্ঠান ইউনেস্কো ১৯৭১ এর ৭ই মার্চে প্রদত্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দিয়েছে। এরই ধারাবাহিকতায়- ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে – সারাদেশের অন্যান্য র‍্যাব ব্যাটালিয়নের মতো র‍্যাব-১২ এর পক্ষ থেকেও পালন করা হচ্ছে এ দিনটিকে।

সকাল ১১ টায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, কেক কাটা, ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি ভিডিও এবং সংস্কৃতি অনুষ্ঠানের
মাধ্যমে শেষ হবে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে র‍্যাব-১২ এর সম্মানিত অধিনায়ক মোঃ রফিকুল হাসান গণি, এ্যাডিশনাল ডিআইজি,সকল অফিসার ও অনান্য সকল সদস্য এবং সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সহ অনান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।