ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১ , আজকের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

৭ মার্চ উদযাপন উপলক্ষে রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক আনন্দ উদযাপন 

মাহাবুব আলম, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারা দেশব্যাপী অনুষ্ঠিতব্য বাংলাদেশ পুলিশের উদ্যোগের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় ভাবে উদযাপন উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তির জন্য “আনন্দ উদযাপন” শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করেন।

এ উপলক্ষে ৭ মার্চ রবিবার  বিকেলে থানা চত্বরে কেক কাটার পর আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা পুলিশ সুপার কামাল হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, নব নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন,প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিরব রহমান।

এছাড়াও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারি কমিশনার ভূমি প্রীতম সাহা, কৃষি অফিসার সঞ্জয় দেনাথ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ, উপজেলা আ’লীগ যুগ্ন সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব,সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকারসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক- সামাজিক- সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, গ্রাম পুলিশ সদস্যবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোঞ্জ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ- সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম ও সহকারি শিক্ষিকা সেলিমা সিদ্দিকা শিখা।