ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মিরপুরে ঘাস কাটাকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা

মিরপুরে ঘাস কাটাকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা


কুষ্টিয়ার মিরপুরে ঘাস কাটাকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর লক্ষীপুর হাইস্কুল সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। কুপিয়ে হত্যার শিকার ব্যক্তির নাম আবু সিদ্দিক(৪৮)।সে পাহাড়পুর গ্রামের মৃত ফেরত আলীর ছেলে।

স্থানীয়সূত্রে জানা যায়,আবু সিদ্দিক বিকেলে বাড়ি সংলগ্ন নিজ জমিতে ঘাস কেটে পার্শ্ববর্তী জমির আইলে রাখলে জমির মালিক সালাউদ্দিনের সাথে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে সালাউদ্দিন বাড়িতে গিয়ে তার আত্মীয় আব্দুল গফুর,আব্দুল জলিল, খলিল, হালিমা, জামেনা প্রমুখ ব্যক্তিবর্গকে ডেকে নিয়ে এসে উপর্যুপরি কুপিয়ে আহত করে।

পরে তাকে মিরপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হলে ডাঃ তাকে মৃত ঘোষনা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্দকারী কর্মকর্তা মিরপুর থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মামলার প্রস্তুতি চলছে।