ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন পালন

নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন পালন


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। ১৭ মার্চ বুধবার উপজেলা চত্তরে সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই জাহানের সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ছামিনা বেগম সিপ্রা, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।