ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১ , আজকের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নীলফামারীতে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি নীলফামারীর খয়রাতনগরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অমল চন্দ্র (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত ৮টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেসে ওই দূর্ঘটনা ঘটে। এ সময় নিহত অমল চন্দ্র সোনারায়ের এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে নিজ গৃহে ফিরছিলেন নিহত অমল চন্দ্র নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়া পাড়ার মৃত লালচান চন্দ্রের পুত্র।

অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় ওই দূর্ঘটনা ঘটেছে বলে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিশ্বাস নিশ্চিত করেছে।