ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১ , আজকের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ গ্রেফতার ২

শনিবার (২০ মার্চ ২০২১ খ্রীঃ) বিকাল ১৬২০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া কালিবাড়ী(সিআরবিসি) গ্রামস্থ জনৈক মো. আনোয়ার হোসেন এর মুদির দোকানের সামনে মহাসড়কের উপর অস্থায়ী চেক পোষ্ট স্থাপণ করে যানবাহন তল্লাসির এক পর্যায় একটি ট্রাক(মেট্রো-ড-১৪-৮১৯৫) থেকে ১৪১ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

এছাড়া ও তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। মো. সোহেল রানা (২৫) (গাড়ীর চালক), পিতা মো. মোয়াজ্জেম হোসেন, ২। মো. শাহীন মিয়া(২০) (হেলপার), পিতা মো. সাইফুল ইসলাম, উভয় সাং- ডাংশেরঘাট, থানা-নবাবগঞ্জ, জেলা- দিনাজপুর।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১৩(গ) ধারায় উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর। র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।