ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ , আজকের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

কলাপাড়ায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু

পটুয়াখালীপ্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে নন্দিনী (৬) ও দেবরাজ (২) নামের আপন দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিলীপের স্ত্রী তার ছেলে দেবরাজকে নিয়ে রনজিতের বাড়িতে যায়। এসময় নন্দিনী ও দেবরাজ পুকুর পারে খেলা করতেছিলো। স্থানীয়দের ধারনা, খেলার ছলে দেবরাজ পুকুরে পরে গেলে নন্দিনী তাকে উঠাতে গিয়ে সেও পুকুরে পরে যায়।

পরে পুকুরে দেবরাজের লাশ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করেন। মৃত নন্দিনী নাচনাপাড়া গ্রামের রনজিত মিস্ত্রীর মেয়ে ও দেবরাজ দিলীপ মিস্ত্রীর ছেলে। এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুই শিশুর মৃত্যুর খবর শুনতে পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।