ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১ , আজকের সময় : বুধবার, ৮ মে, ২০২৪

স্বাধিনতা দিবসে রাজশাহী মডেল প্রেসক্লাবের পুস্পস্তবক অর্পন

রাজশাহী প্রতিনিধিঃ মার্চ মানেই স্বাধিনতার শক্তিকে জাগ্রত করা, মার্চ মানেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধুর স্বপ্নচারিত সোনার বাংলার অমিও সুধায় হারিয়ে যাওয়া। তাই ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লাখো মানুষের ঢল নেমেছে রাজশাহী মহানগরীর শহীদ মিনারগুলোতে।

এরই ধারাবাহিকতায় প্রথম প্রহরে দেশে নির্মিত সর্বপ্রথম রাজশাহী কলেজ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করেছে রাজশাহী মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন এই তরুন সাংবাদিকরা। এছাড়াও বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়তে বর্তমান সরকারের সাথে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি এম.এ.হাবীব জুয়েল, সহ- সভাপতি ও ভোরের আভা নিউজ পোর্টালের সম্পাদক রেজাউল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চপল, সদস্য রমজান শুভ, সারোয়ার জাহান বিপ্লব, উত্তরবঙ্গ প্রতিদিনের ডেস্ক রিপোর্টার নূর মোহাম্মদ,মিনারুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ।

তবে ৫০ তম স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসুচীও গ্রহন করেছে রাজশাহী মডেল প্রেসক্লাব।