ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

দৌলতপুরে ভাটা মালিক নিম্ন মানের ইট দিলে ফিরিয়ে দিলেন ঠিকাদার

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুরে বোয়ালীয়া ইউনিয়নের কিশোরীনগর বট থেকে বোয়ালীয়া বট তলা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার কাজ চলছে। নিম্নমানের ইট দিয়ে কাজ চলছে এমন বিষয় উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তি পোস্ট দেয়। সেই পোস্ট বিভিন্ন মানুষের দৃষ্টিগোচর হয়।

এ বিষয়ে ঠিকাদার মাহাবুব মাস্টার দাবি করেন তার লোকজনের অনুপস্থিতিতে নিম্নমানের ইট পাঠায় ভাটামালিক পরে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে কাজের সাইডে এসে নিম্নমানের ইট ফেরত পাঠানো হয়েছে। তিনি আর জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমি কোন দূর্নীতির সাথে নিজেকে জড়িত করতে চাইনা। শিডিউলের বাইরে আমি কোনো কাজ করবো না।