ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১ , আজকের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে কবিরাজের মৃত্যু

পটুয়াখালী: রোগ ভালো না হওয়ায় টাকা ফেরত চেয়ে কবিরাজের বাড়ি গিয়ে ধাওয়া দেয় এক যুবক। এসময় বাড়ির পিছনের একটি নদীতে ঝাপ দিলে পানিতে ডুবে মৃত্যু হয় বৃদ্ধ কবিরাজের। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদর ইউনিয়নের গহীনখালী নদীতে। বৃদ্ধ ওই কবিরাজের নাম খালেক গাজী(৬৫)।

সে বাহেরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। এ ঘটনায় ধাওয়া দেয়া লাল মিয়া হাওলাদারকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ভয় দেখিয়ে কবিরাজকে ধাওয়া দিলে, সে বাঁচার জন্য নদীতে ঝাপ দেয়। পরবর্তিতে সাঁতার কেটেও নদী থেকে উঠতে পারেনি। পানির মধ্যেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

শম্ভু সাহা পটুয়াখালী প্রতিনিধি