ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

হঠাৎ ঝড়ে মদনে বি২৯ জাতের ধানি ফসলসহ মৌসুমী ফলের ব‍্যাপক ক্ষতি

হঠাৎ ঝড়ে মদনে বি২৯ জাতের ধানি ফসলসহ মৌসুমী ফলের ব‍্যাপক ক্ষতি।


মদন(নেত্রকোণা) প্রতিনিধি: রবিবার ৪ঠা এপ্রিল সন্ধ্যায় নেত্রকোণা মদনের উপর দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড ঝড়ো বাতাসে হাওরাঞ্চলের কৃষকের স্বপনের সোনালী ফসল বি ২৯ জাতের ধানের ব‍্যাপক ক্ষতি হয়েছে।উপজেলার ১টি পৌরসভার সহ ৮টি ইউনিয়নের ছোট-বড় প্রায় ২০-২৫ হাওরের বি২৯ জাতের ধানি জমির ৭০℅ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলে জানা যায়, হঠাৎ সন্ধ্যায় প্রচন্ড গতিতে ধূলাবালি সহ ঝড়ো বাতাস শুরু হয়ে ৩-৪ ঘন্টার ব‍‍্যাপি বৃষ্টিহীন গরম বাতাসের তান্ডব চলে। এতে ধানের শীর্ষের রেনু ঝড়ে পড়াসহ তৌওড় গর্ভ জমির ক্ষতি হয়েছে বেশী, আবার অনেক জমিতে পাতা পোড়ে যাওয়া লক্ষণও দেখতে দিয়েছে।

এলাকার অনেক গ্রামের কৃষিনির্ভর পরিবার গুলো মধ্যে চলছে আহাজারি এমন খবর পাওয়া যাচ্ছে জনসাধারণের মুখ হতে। হাওরের ফসল ছাড়াও ব‍্যাপক ক্ষতি হয়েছে মৌসুমী ফলেরও। প্রকৃতি এমন তান্ডবের খবরে সোমবার ক্ষতিগ্রস্ত হাওর গুলো পরিদর্শন করেছে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, পৌর মেয়রসহ ক্ষমতাসি দলে নেতৃবৃন্দ।