ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ময়মনসিংহের সিরতা ইউনিয়নে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

ময়মনসিংহের সিরতা ইউনিয়নে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: আগুন নিবাও, আগুন নিবাও, বাঁচাও বাঁচাও আমার সবকিছু শেষ হয়ে গেল বলে চিৎকার করতে থাকে অগ্নিদগ্ধ পরিবার, কে কোথায় আছো আমার বাড়িতে আগুন লেগেছে, আগুন নিবাও, আগুন নিবাও, হে আল্লাহ আমি গরীবকে দয়া করো। এরকম চিৎকার এর আওয়াজ শুনে দৌড়ে আসে এলাকাবাসী।

গতকাল (০৬ এপ্রিল) ২০২১ খ্রিঃ রোজঃ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ০১ ঘটিকার সময় ময়মনসিংহের সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের চর ভবানী পুর গ্রামের পশ্চিম খাঁ পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে চর ভবানী পুর পশ্চিম খাঁ পাড়ার মোঃ আব্দুস সালাম এর বসত বাড়িতে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের অফিসে ফোন দিলে ঘটনা স্থলে এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জান বাজী ধরে কাজ করেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৭,০০০০০/- (সাত লক্ষ টাকা) এর মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে গবাদি পশু ষাঁড় গরুসহ, একটি টিভিএস মটর সাইকেল, ঘরসহ বহু মালামাল এর ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক জানান।

আব্দুস সালাম পিতাঃ মৃতঃ হাসেন আলী, তাঁর বসত বাড়িতেই আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুস সালাম এর স্ত্রীসহ ০৪ ছেলে ও ০২ মেয়ে রয়েছে বলে জানা যায়। আব্দুস সালাম ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে হতাশ হয়ে পড়েছেন। এ ঘটনায় সরকার এর কাছে সরকারী অনুদান এর সহযোগিতার জন্য সাহায্য প্রার্থনা করেন ক্ষতিগ্রস্ত পরিবার।