ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১ , আজকের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

দশমিনায় অবৈধ বালুর ড্রেজার জব্দ ও জরিমানা

দশমিনায় অবৈধ বালুর ড্রেজার জব্দ ও জরিমানা


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিন রনগোপালদী নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় ড্রেজার জব্দ ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, সোমবার দুপুরে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল কাইয়ুম গোপন সংবাদের ভিত্তিতে রনগোপালদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিন রনগোপালদী নদীতে অবৈধ বালু উত্তোলন করে মালিকাধিন জমি ভরাট করার সময় অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনার সময় নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কারনে ড্রেজা, ২৭টি ড্রাম,২শত মিটার পাইপ জব্দ করেড্রেজার মালিককে ৪৯,৯০০ টাকা জরিমানা করেছেন।

অভিযানের সময় সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট আবদুল কাইয়ুম কবলেন,অবৈধ বালু আত্তোলনের কারনে নদী ভাঙ্গন সহ পরিবেশের ভারসম্য নষ্ট হচ্ছে, তাই অবৈধ বালু উত্তোলন কারিদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।