দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: দশমিনা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কম্বাইন্ড হারভেস্টার মেশিণ ও রাসায়নিক সার-বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর আহমেদের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য এস.এম শাহজাদা উদ্বোধন করেন।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল আজীজ ও সাধারণ সম্পাদক এড. ইকবাল মাহমুদ লিটন প্রমূখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদ হাসান জানায়, খরিপ-১ মৌসুমের আউশ উৎপাদন বৃদ্ধির জন্য প্রনোদনা হিসেবে ৯০০ কৃষকের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একই দিনে চলতি অর্থ বছরে শতকরা ৭০ ভাগ সরকারি ভর্তুকীতে তিন জন কৃষকের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিণ দেয়া হয়েছে।