ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

কুষ্টিয়ার দৌলতপুরে ইঞ্জিনচালিত ট্রলি গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পারভেজ নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হন।
মঙ্গলবার(১৩ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,পারভেজ(২৯) খলিসাকুন্ডি বাজার থেকে মোটর সাইকেল যোগে তার বাড়ীর দিকে যাচ্ছিলো এমন সময় মালিথা পাড়ার রায়হান মেম্বার এর বাড়ীর সামনে একটি ভুট্টা ভর্তি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিকে ওভারটেক করতে গেলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত পারভেজ খলিসাকুন্ডি মন্ডল পাড়ার মোঃ হাফিজুর মন্ডল এর ছেলে।