ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

নিদ্ধারিত স্থানে বাাঁধ নির্মাণ না করায় এলাকাবাসীর মানববন্ধন।

নিদ্ধারিত স্থানে ফসল রক্ষা বাাঁধ নির্মাণ না করায় এলাকাবাসীর মানববন্ধন।


নুরুল হক রুনু,মদন (নেত্রকোণা)প্রতিনিধি: নেত্রকোণার মদনের হাওর ইউনিয়ন নায়েক পুরের জালিয়ার হাওরে ফসল রক্ষা বাঁধের  স্হান পরিবর্তন করে অন‍্যত্র বাঁধ তৈরি করার প্রতিবাদে, ১৩ এপ্রিল মঙ্গলবার আলমশ্রী গ্রামের কৃষকসহ সাধারণ জনগণ গ্রামের সামলে পাকা রাস্তায় এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

জানা যায়,পানি উন্নয়ন বোর্ডের আওতায় জালিয়ার হাওরে ফসল রক্ষার জন‍্য বণি নদীর পাড় ঘেঁষে পৃর্বের বাঁধের হতে আরও ২ই কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণের জন‍্য ২২ লক্ষ টাকা একটি প্রকল্প বরাদ্দ দেয় হয়। কিন্তু  একটি স্বার্থানাশি মহল প্রকল্পের টাকা আত্নস‍্যাৎ করার উদ্দেশ্যে পাছআলমশ্রী তালুকখানাই কাবিটা প্রকল্পের রাস্তার উপর মাটি কাটা শুরু করে।

এতে এলকাবাসী ক্ষিপ্ত হয়ে ভেকু দিয়ে মাটি কাটার সময় ভেকু চাবি নিয়ে কাজ বন্ধ করে  মানববন্ধন কর্মসূচি পালন। উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমদ বলেন আমি শুনেছি গ্রামবাসি মানববন্ধন করেছে।আমি নিজে সরজমিনে যাব এবং এলাকার লোকজনে সাথে কথাবলে বিষয়টি মীমাংসা করব।না হলে প্রকল্পের টাকা ফেরত দেয়া হবে।