ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ , আজকের সময় : রবিবার, ৫ মে, ২০২৪

কুষ্টিয়া দৌলতপুরে পালিত প্রথম দিনের লকডাউন

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুরে ঢিলেঢালাভাবে পালিত হলেও প্রথম দিনের লকডাউন। সরকারি নির্দেশনার প্রচার-প্রচারণা থাকলেও সক্রিয়ভাবে দেখা মেলেনি দৌলতপুর উপজেলা প্রশাসনের।

সরকারী নির্দেশনায় সকল প্রকার গনপরিবহন বন্ধো থাকার নির্দেশনা থাকলেও দৌলতপুরে বন্ধো ছিল শুধু বাস চলাচলা তাছাড়া সাভাবিক দিনের মত চলেছে সি এন জি ব্যাটারি চালিত অটোরিকশা শ্যালো ইঞ্জিনচালীত ইস্টারিং গাড়ি সহ সকল ব্যক্তিগত পরিবহন।

একাধীক সচেতন জনগন দাবি করেন, সকাল তেকে প্রায় ১২ টা প্রর্যন্ত সরকার ঘোষিত লকডাউন ব্যাস্তবায়নে উপজেলা প্রশাসনের কোন কর্মকর্তা কর্মচারীকে কোন স্থানে দেখা যায় নাই।

শুধু থানা পুলিশের অভিযান ছিলো সকাল ৭ টা থেকে কিন্তু থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে না পারায় মানুষ তেমন আমলে নিচ্ছেনা থানা পুলিশকে।

এদিকে সকালের চিত্র ঢিলেঢালা থাকলেও বিকাল ৩ টার পরে সকল দোকনপাট বন্ধের নির্দেশনা থাকলেও নির্দেশনা উপক্ষা করে বাজার গুলিতে মুদি দোকান সহ সকল দোকান পাট খোলা দেখা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, সকালে আমরা লকডাউন বাস্তবায়নের জন্য বের হয়ে ছিলাম কিন্তু মানুষ কথা শুনছেনা তার পরেও আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি।