ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১ , আজকের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

দৌলতপুরে আবারো আল-সালেহ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

ডেইলি নিউজ বাংলা ডেক্স: কুষ্টিয়ার দৌলতপুরে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আল-সালেহ লাইভ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিঃ এর পক্ষ থেকে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল সহ সর্বপ্রকার খাদ্য সামগ্রী বিতরণ করেন। সমবার (১৯ এপ্রিল-২০২১) সকাল ১০ টার সাদিপুর, বাজুডাঙ্গা, স্বরুপপুর, মানিক দিয়াড়, দাড়েরপাড়া সহ দৌলতপুর উপজেলার আশেপাশে এলাকার ১৩০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, আল-সালে লাইফ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিঃ কোম্পানির কডিনেটর বিশিষ্ট সমাজ সেবক হাজী হুমায়ুন কবির, প্রজেক্ট ম্যানেজার মোঃ মামুনুর রশিদ সহ অন্যান্যরা।

বিশিষ্ট সমাজ সেবক হাজী হুমায়ুন কবির বলেন, করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মধ্যে অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ শুরু করলাম আজ ১৩০০ পরিবার এর মধ্যে খাবার সামগ্রী বিতরণ করেছি। এ সময় তিনি আরো বলেন, সারাবিশ্বে মহামারী করোনাভাইরাস এর শুরুথেকে আল-সালেহ লাইভ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিঃ এর পক্ষ থেকে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল সহ সর্বপ্রকার সহযোগিতা আমরা করেছি।