ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

নেত্রকোণায় গ্যাস সিলিন্ডার বিষ্পোরণ, কৃষকের বসত ঘর ভস্মীভূত অগ্নিদগ্ধ ১ নারী

নুরুল হক রুনু,মদন(নেত্রকোণা): নেত্রকোণার মদনে গ্যাস সিলিন্ডার বিষ্পোরণে তিনটি বসত ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এর সাথে আরো দুটি বসত ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাস্তা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মদন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় শিরিন আক্তার(৪০) নামে এক নারী মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। আগুনে পুড়া আহত নারীকে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মদনের ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, বাস্তা গ্রামের কৃষক ছহিম উদ্দীনের রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিষ্পোরণ হলে মূহুর্তের মধ্যে আগুনের লেলিনহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে।

পাশবর্তী পতিবেশি কৃষক নূরুল ইসলামের রহিম উদ্দিন, রোকন উদ্দিনের বসত ঘরেও আগুন পুড়ে ভস্মীভূত হয়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে মদন ফায়ার সার্ভিস কে খবর দেয়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১৫ মিনিট সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেতে সক্ষম হয়। স্থানীয় গ্রামবাসির ধারণা কিছুক্ষণের আগুনে ৫ কৃষক পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মদন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আহমেদুল কবীর বলেন, অগ্নিকান্ডে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ১০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আমরা ক্ষয়ক্ষতি পরিমান এখনো নির্ধারণ করিনি। স্থানীয় লোকজন বলছে ৫ কৃষক পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে তিনি জানান।