দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলার অভয়রান্য তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অবৈধ মাছ শিকারের সময় দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা আউলিয়াপুর নদী থেকে ২টি রাক্ষুসে বেহন্দি জাল আটক করেন। অদ্য দিন এ অভিযান পরিচালনা করেন বলে জানা যায়।
দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা জনান,দশমিনা উপজেলায় অবরোধ সময়ে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে মাছ শিকার,আহরন,মজুদ,বাজার জাত, পরিবহন সম্পূর্ন নিষেধ । অদ্য দিন দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা নৌপুলিশ ফাঁড়ি এর যৌথ অভিযানে ২টি বেহন্দি জাল আটক করা হয় যার বাজর মূল্য দেড় লক্ষ টাকা।
তিনি আরো বলেন, গলাচিপা উপজেলার উলানিয়া এলাকার কিছু অসাধু মৎস্য ব্যবসায়িরা দশমিনা উপজেলার নদীতে এ জাল ফেলে মাৎস্য শিকার করে থাকে । উক্ত জাল জব্দ করে হাজির হাট নদীর পাড়ে পুরিয়ে ফেলা হয়।
Print [1]