ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ , আজকের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

ময়মনসিংহে দরিদ্র কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো ছাত্রলীগ

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: এ মৌসুমে গ্রাম বাংলার কৃষকের মুখে থাকে হাসি। থাকে কৃষকের পরিবারে আনন্দ। আর হাসি আনন্দ আসে যখন কৃষকের ঘরে তুলে নিতে পারে এ মৌসুমের ফসল ধান। আর ধান হলো আমাদের দেশে রুপালী ফসল। যা আমাদের দেশের সর্বস্তরের জনগণ খেয়ে জীবিকা নির্বাহ করে।

এরই অংশ হিসেবে, ময়মনসিংহ সদর উপজেলায় ধানের ফসল যেমন ভালো হয়েছে। তেমনি ধানের ফসলে ক্ষতিও হয়েছে। আনন্দমূখর পরিবেশে ময়মনসিংহ সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের এক দরিদ্র কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো ময়মনসিংহ সদর উপজেলা ছাত্রলীগ নেতা ও সিরতা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ রানা বিজয়।

জানা গেছে, শুধু এবার নয় গত মৌসুমেও মাসুদ রানা বিজয় এর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সিরতা, পরানগঞ্জ, বোররচর ও খাগডহর ইউনিয়নের বিভিন্ন জায়গায় অসহায়, হতদরিদ্র সাধারণ খেটে খাওয়া কৃষকের পরিবারের ধান কেটে এনে তুলে দেন কৃষকের ঘরে।

এ বিষয়ে মাসুদ রানা বিজয় সাংবাদিকগণকে বলেন, আমি মানুষের সেবা করতে ভালবাসি। তাই মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত ও সিরতা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু সাইদ এর নির্দেশে প্রতিনিয়ত অসহায়, হতদরিদ্র, গরীব, এতিম, বিধবা, প্রতিবন্ধী ও সাধারণ খেটে খাওয়া পরিবারের বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা, আর্থিক অনুদান, খাদ্য সামগ্রী ছাড়াও খুঁজ খবরও নিয়ে থাকি।