সুজন কুমার, নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম থেকে ফেসবুক ও ইউটিউবে গুজব ছড়ানোর অভিযোগে দুই যুবককে আটক করেছে র্যাব। শনিবার দুপুরে উপজেলার রয়নাভরট গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রয়নাভরট গ্রামের আব্দুর রহিমের ছেলে সোহেল রানা (২৫) এবং রয়না গ্রামের আফসার আলীর ছেলে এনামুল হক (২৪)।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কম্পানি কমান্ডার এএসপি মীর্জা সালাউদ্দিন বলেন, সোহালে শাহরিয়ার ও এনামুল হক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন।
র্যাবের সাইবার ক্রাইম শাখা বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, জব্দকৃত আলামতগুলো দ্বারা আসামীদ্বয় রাষ্ট্রবিরোধী, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মানহানিকর ও ভুয়া ভিডিও তৈরি করে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দিয়ে জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।