ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ককটেল বিস্ফোরন ও নাশকতা মামলায় দশমিনায় ছাত্রদলের সধারন  সম্পাদক গ্রেফতার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ককটেল বিস্ফোরন ও নাশকতা মামলায় গ্রেফতার। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গত ২১ফেব্রুয়ারি রাতে দশমিনা উপজেলা নলখোলা বন্দরে বাংলাদেশ জাতয়িতাবাদী দল (বিএনপি) জনজীবনে ভিতি সৃষ্টি করা এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরন ও নাশকতা করে।

দশমিনা থানা পুলিশ ঐসময় তিনটি তাজা ককটেন উদ্ধার করে। দশমিনা থানা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। গত রাত আনুমানিক ৮টায় উপজেলা ছাত্রদলের সাদারন সম্পাদক গাজী সালাহউদ্দিন কে দশমিনা হাসপাতালের সামনের চায়ের দোকান থেকে গ্রেফতার করে দশমিনা থানা পুলিশ।

ওসি মোঃজসীম বলেন, ২১শে ফেব্রুয়ারি রাতে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ মিছিল করে নলখোলা বন্দরে গেলে পুলিশ বাধাদিলে পুলিশকে লক্ষ করে ককটেল বিস্ফোরন করে ঐ সময় গাজী সালাহউদ্দিন ছিলো । দশমিনা থানা পুলিশ অনেক দিন পর্যন্ত খুজছিলো । গত রাতে চায়ের দোকান থেকে গ্রেফতার করো হয়েছে। আদালতে প্ররেন করা হবে