ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

সৈয়দপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বালতির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৭ এপ্রিল সকাল সাড়ে ৯টায় উপজেলার কয়াগোলাহাট ঘোনপাড়া এলাকায়। সে ওই এলাকার দিনমজুর মোঃ জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, ওইদিন সকালে মা মুক্তা বেগম দেড় বছর বয়সী দুখু মিয়াকে ঘরে রেখে মাঠে গরু চড়াতে যায়। এসময় শিশুটি সবার অজান্তে গরুকে খাওয়ানোর জন্য রাখা পানি ভর্তি বালতিতে পড়ে যায়। পরে শিশুটির মা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।