1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দৌলতপুরে মাদকের আখড়াই ম্যাজিষ্ট্রেটের অভিযানে আটক-১৮ - dailynewsbangla
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ভেড়ামারায় মেধাবী  শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট  সনদ  বিতরণ ভেড়ামারায় ক্ষুদ্র প্রান্তিক   কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অফিস সময়ে রান্নায় ব্যস্ত পশ্চিমাঞ্চল রেলের কর্মচারীরা, উঠেছে অফিস কাজে অনীহার অভিযোগ ভেড়ামারায় আলামিন জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা পরিচ্ছন্নতার নামে বোয়ালমারী সরকারি কলেজের গাছের বড় বড় ডাল কর্তন দৌলতপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচিতে ভার্চুয়াল শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই ‘জুলাই পুনর্জাগরণ’ সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান ও আলোচনা সভা বরেন্দ্র অঞ্চলে পুরুষ-নারী শ্রমিক একই কাজ করলেও বেতনের বৈষম্য  বোয়ালমারীতে এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে মামলা, গ্রেপ্তার ১ মাইলস্টোন ট্র্যাজেডি” আলফাডাঙ্গায় গ্রামের বাড়িতে রাইসার দাফন সম্পন্ন

দৌলতপুরে মাদকের আখড়াই ম্যাজিষ্ট্রেটের অভিযানে আটক-১৮

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

ডেইলি নিউজ বাংলা ডেক্স: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার তারাগুনিয়া ফিল্ডপাড়া এলাকার সাবেক এক মেম্বরের ছেলে এলাকার মাদক সম্রাট নামে বেশ পরিচিত আজাদ মন্ডলের আখড়ায়, পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে ১৮ জন কে মাদক সেবনরত অবস্থায় আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করেছেন।

পুলিশ জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজোলার তারাগুনিয়া ফিল্ডপাড়া এলাকায় আজাদ মন্ডল এর আখড়ায় দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তারের ভ্রাম্যমান আদালতে ১৮জন কে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সাজা প্রাপ্তরা হলেন, আখড়ার প্রধান আজাদ মন্ডল (৩৭), পিতা মৃত মোশারফ হোসেন, সম্রাট (৩২), পিতা মৃত আতাহার আলী, মনির উদ্দিন (২৩), পিতা মনতাজ মন্ডল, মিনারুল (২২), পিতা সাব উদ্দিন, আসিফ (২৫), পিতা আসরাফ হোসেন, আউলাদ (১৯), পিতা ফজোর মন্ডল, জনি (২৩) পিতা মোছাদ মন্ডল, রাসেল (২৩), পিতা ইয়ারুল সর্দার, ভোলা মন্ডল (২২), পিতা ভক্ত মন্ডল, সবুজ জোয়ার্দ্দার (১৯), পিতা কামরুল জোয়ার্দ্দার, রতন শেখ (১৯), পিতা সিরাজ শেখ, লিটন (৩৬), পিতা ছিদ্দিক মোল্লা, আকাশ (১৮), পিতা আলমগীর, রুমন ইসলাম (১৯), পিতা ছাবদুল, সাগর (২০) পিতা ইংরাজ মন্ডল, বিজয় (১৮), পিতা জহুরুল, ফারুক ইসলাম (২২), পিতা নাসির মিয়া, টাবু (৩৫) পিতা দাউদ সরকার কে সাজাপ্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আজাদ মন্ডলের আখড়া বাড়ী এলাকায় উপস্থিত লোকজনের সাথে কথা বলে জানাযায়, ৩-৪ বছর ধরে মাদক সেবনসহ মাদক বিক্রয় করে আসছেন এই আজাদ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রে শারমিন আক্তার গণমাধ্যমকে জানান, আজাদ মন্ডল সহ সকলকে মাদক সেবন রত অবস্থাতে পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬ এর ৫ ধারায় কারাদন্ড ও অর্থদন্ড প্রান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ