বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের পুতন্তীপাড়ায় এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলায় হয়েছে। বৃহস্পতিবার রাতে মামলাটি নথিবদ্ধ করা হয়। পুলিশ অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে চালান করেছে।
মামলার সূত্রে জানা যায়, রূপাপাত ইউনিয়নের মোড়া এলাকার জয়ন্ত বিশ্বাস স্ত্রী আন্না বিশ্বাসকে নিয়ে পুতন্তীপাড়া মাদ্রাসার মোড়ে রুহুল আমিন মোল্যার ঘর ভাড়া নিয়ে এক রুমে ব্যবসা এবং অন্য রুমে বসবাস করে আসছিলেন। পুতন্তীপাড়ার রেজাউল শিকদার (৪৫), মো. পলাশ মোল্যা (৩৮), মিরাজুল মৃধা (২৯), হাবিব মোল্যা (৩৫) বেশ কিছুদিন ধরে গৃহবধূ আন্না বিশ্বাসকে নানাভাবে উত্যক্ত করে আসছিল। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে উক্ত চারজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন মিলে দোকানে গিয়ে দরজা ধাক্কিয়ে ডাকাডাকি করে। দরজা খোলামাত্র আসামিরা ঘরে প্রবেশ করে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে টানাহ্যাঁচড়া করে বাইরে নিয়ে যায়। এ সময় গৃহবধূর বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। গৃহবধূর ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার গৃহবধূ উল্লেখিত চারজনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫জনকে আসামি করে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিবদ্ধ করা হয়। মামলা নং ৩৮। পুলিশ রাতেই অভিযান চালিয়ে এক নম্বর আসামি রেজাউল শিকদারকে পুতন্তীপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে আদালতে চালান করা হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, গৃহবধূর লিখিত অভিযোগ পেয়ে খোঁজখবর নিয়ে মামলাটি রেকর্ড করা হয়। এক আসামিকে গ্রেপ্তার করে চালান করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।