1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০২৫ এর চ্যাম্পিয়ন মোহনপুর - dailynewsbangla
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০২৫ এর চ্যাম্পিয়ন মোহনপুর ষড়যন্ত্র বাদ দিয়ে ভোটের মাঠে আসুন জনপ্রিয়তা প্রমান হবে: বাচ্চু মোল্লা নওগাঁয় জাতীয়তাবাদী কৃষক দল ও “আমরা বিএনপি পরিবার” বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  দশমিনায় পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী আটক বোয়ালমারীতে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক   বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় আ.লীগ-কৃষকলীগের ৩ নেতা গ্রেপ্তার নেসকোর নিয়োগে তিন দফা দাবি নিয়ে রাজপথে রুয়েট শিক্ষার্থীরা ফিলিপনগরে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করলেন পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মুহাম্মাদ খাজা আহমেদ ভেড়ামারায় ১৬ই জুলাই শহীদ দিবস পালিত  ষাটোর্ধ্ব বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিলেন পাষণ্ড সন্তান

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০২৫ এর চ্যাম্পিয়ন মোহনপুর

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০২৫ এর চ্যাম্পিয়ন মোহনপুর

 

রাজশাহী ব্যুরো: শেষ হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এই টুর্নামেন্টে চূড়ান্ত পর্বে মুখোমুখি হয়েছিল মোহনপুর উপজেলা বনাম পুঠিয়া উপজেলা। উক্ত টুর্নামেন্টে ৪-৫ গোল ব্যবধানে বিজয় হয়েছে মোহনপুর উপজেলা।

২১ জুলাই (সোমবার) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিকাল ৩:৩০ মিনিটে জমকালো আয়োজনের মাধ্যমে খেলাটি শুরু হয়। পুরো স্টেডিয়াম মুখর ছিল উৎসুক দর্শকের চিৎকারে, আর সব বয়সের মানুষের উপস্থিতিতে ফুটে উঠেছিল ক্রীড়াপ্রেমের অনন্য রূপ। টান টান উত্তেজনা আর মুহুর মুহু আক্রমনে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় মোহনপুর উপজেলা। পরবর্তী দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করে সমতায় ফিরে পুঠিয়া উপজেলা। এরপর নির্ধারিত সময়ে বিজয় নিশ্চিত না হওয়া ট্রাইব্রেকারের গড়ায় খেলাটি। ট্রাইব্রেকারে মোহনপুর ৫ টি গোল করে এবং পুঠিয়া উপজেলা ৪ গোল করতে সমর্থ হয়। উক্ত খেলাটিতে ম্যান অব দ্যা হয় পুঠিয়া উপজেলার চৌকশ ও কৌশলী খেলয়ার প্রনয় মারান্ডি।

খেলার পরপরই চমৎকার পরিবেশনার মাধ্যমে শুরু হয় পুরস্কার বিতরণী পর্বের আনুষ্ঠানিকতা। এসময় জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার রাজশাহী খোন্দকার আজিম আহমেদ এনডিসি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ সুপার রাজশাহী ফারজানা ইসলাম। এসময় প্রধান অতিথি খোন্দকার আজিম আহমেদ এনডিসি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ফুটবল শুধু খেলা নয়, এটি যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার একটি কার্যকর মাধ্যম। খেলাধুলায় মনোযোগী হলে একজন যুবক যেমন সুস্থ থাকে, তেমনি সমাজও নিরাপদ হয়। আজকের খেলায় জয়-পরাজয়ের চেয়েও বড় জয় ছিল মাঠে উপস্থিত শত শত কিশোর-তরুণের মাঝে যে অনুপ্রেরণা ছড়িয়ে পড়েছে।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার সভাপতির বক্তব্যে বলেন, “এই টুর্নামেন্ট শুধু খেলা নয়, এটি আমাদের তরুণ সমাজের মধ্যে শৃঙ্খলা এবং সম্মিলিত কাজের চেতনা গড়ে তুলছে। আমরা ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত রাখব। তিনি আরও বলেন, অভিভাবক, শিক্ষক, প্রশাসনসহ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই ধরনের আয়োজন যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে এমনটাই প্রত্যাশা। এই আয়োজন রাজশাহীর ক্রীড়াঙ্গনকে যেমন চাঙা করেছে, তেমনি তরুণদের মাঝে উজ্জীবিত করেছে একতা, প্রতিযোগিতা ও নেতৃত্বের স্পৃহা।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ