ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

শিশু একাডেমি রাজশাহীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

মাজহারুল ইসলাম চপল, ব্যুরো চীফঃ রাজশাহী শিশু একাডেমিতে এতিম, অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে ঈদুল ফিতরের পোশাক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) বেলা সাড়ে এগারটায় বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর মিলনায়তনে রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পোশাক বিতরণ করেন রাজশাহীর জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিল। এ অনুষ্ঠানে প্রত্যেক শিশুকে একটি করে পাঞ্জাবি, টি-শার্ট , প্যান্ট ও ২ সেট স্যান্ডেল উপহার দেয়া হয় ।

রাজশাহী বেতারের উপস্থাপক ও সংবাদ পাঠক আব্দুর রোকন মাসুম’র সঞ্চালনায় ৯৫ জন শিশুর মাঝে ঈদের পোশাক ও উপহার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ) কল্যাণ চৌধুরী ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।