ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১০ মে, ২০২১ , আজকের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

দশমিনায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিবাহ দেয়ায় গ্রেফতার-৩

মোঃবেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলায় বাল্যবিবাহ দেয়ার অপরাধে দশমিনা থানা পুলিশ তিন জনকে গ্রেফতার করার ঘটনা ঘটে। দশমিনা থানা সূত্রে জানাযায়, দশমিনা উপজেলার আরোজবেগী গ্রামের সপ্তম শ্রেনীর ছাত্রীর বিবিহ
অনুষ্ঠিত হয়।

দশমিনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিবাহ অনুষ্ঠান থেকে বর মোঃমান্ন(২৩) মেয়ের পিতা.মোঃসবুজ(৩৫) এবং মোঃসিরাজুর ইসলামকে গ্রেফতার করা হয়। দশমিনা থানার এস আই আঃরহিম
জানান,আরোজবেগী সপ্তম শ্রেনীর ছাত্রীকে বিবাহদেয়ার খবর পাই আমি এবং এস আই আবিরসহ সঙ্গীয় ফোর্স ঘটনা স্থল থেকে বাল্যবিবাহ দেয়ার অপরাধে তিন জনকে গ্রেফতার করি এবং বাল্যবিবাহ নিরোধ আইনে ২০১৭ এর ৭/৮/৯ ধারায় দশমিনা থানায় মামলা নং-৫ রুজু করে আসামিদের আদালতে প্রেরন করি। ওসি দশমিনা থানা মোঃ জসীম বলেন,দশমিনা উপজেলায় বল্যবিবাহ রোধে দশমিনা থানা পুলিশ সোচ্চার।