ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১২ মে, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

দশমিনায় প্রধানমন্ত্রীর উপহার ঈদ সামগ্রী ২শত পরিবারের মাঝে বিতরন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: করোনাকালীন সময়ে দ্বিতীয় ধাপের লগডাউন থাকা দশমিনা উপজেলা দশমিনা,রনগোপালদী,আলীপুরা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে বসবাসরত কর্মহীন ও হতদরিদ্র ২শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বিকাল ৪ ঘটিকার সময় পশ্চিম আলীপু আশ্রয়ণ প্রকল্পে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন ও উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মোঃ আবদুল কাইয়ূম প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী উপহার ৬০ পরিবারের মাঝে বিতরণ করেন।

করোনাকালে কর্মহীন,গরিব,অসহায় পরিবারগুলো যাতে তাদের পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উদযাপন করতে পারে সে লক্ষ্যে প্রত্যেক পরিবারের মাঝে চাউল ৫ কেজি, দুধ ১ প্যাকেট, চিনি ১ কেজি, ১ প্যাকেট সেমাই সামগ্রী তুলে দেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন বলেন, লগডাইনের কারনে কর্মহীন হয়ে পরে থাকা অসহায় আশ্রয়ণ প্রকল্প থাকা ৬০ পরিবারের মাঝে অদ্যদিন ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এবং ঈদে আগ মূহুর্তো বাকী আশ্রয়ন প্রকল্পের বসবাস কারি পরিবারকে ঈদ সামগ্রী পৌছে দেয়া হবে বলে জানান । ঈদসামগ্রী বিতরণ কালে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।