ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৯ মে, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

দৌলতপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান ২০২১ উদ্বোধন

দৌলতপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান ২০২১ উদ্বোধন


হেলাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান, ২০২১ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৩টায় জুম এ্যাপের মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.এজাজ আহমেদ মামুন ।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত) মো. মোফাখারুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মো.ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.নুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার শহিদুল ইসলাম,এমপি প্রতিনিধি আওয়ামীলীগ নেতা মো. টিপু নেওয়াজ সহ অন্যান্যরা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক(অতিরিক্ত) মো. মোফাখারুল ইসলাম জানান, চলতি মৌসুমে এই উপজেলায় ৬৩৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান সাতাশ টাকা দরে ক্রয় করা হবে।

এরইমধ্যে মোবাইল অ্যাপের মাধ্যমে প্রথম পর্যায়ে কৃষক নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ধান সংগ্রহ অভিযান চলবে বলে জানান তিনি।