ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ , আজকের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

রাজশাহীতে ছিনতায় চক্রের সদস্য গ্রেফতার

রাজশাহী প্রতিনিধিঃ বোয়ালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য আটক। আটক ব্যক্তির নাম আরেফিন ইসলাম ওরফে মুন (২৯)। সে হেতেম খাঁ কলাবাগান এলাকার সুলতান ইসলামের ছেলে।

বোয়ালিয়া থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মে দিনগত রাত সাড়ে ১০ টার দিকে বোয়ালিয়া থানার উপায় (এস আই) উত্তম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বর্নালী মোড় থেকে তাকে আটক করেন।

উক্ত আসামীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগসহ পূর্বের মামলার ওয়ারেন্ট ছিল। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলাসহ ০২টি ওয়ারেন্ট মুলতবী ছিল।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করেন বলেন, থানা এলাকার চুরি, ছিনতাই রোধে চিহ্নিত সন্ত্রাসীদের আটকে অভিযান অব্যাহত আছে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।