ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৩০ মে, ২০২১ , আজকের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

গাজিপুর মোশাররফ স্পিনিং মিলস এর তুলার গোডাউনে অগ্নিকান্ড

গাজিপুর সদর থানায় ভবানীপুরে অবস্থিত বাংলাদেশের অন‍্যতম প‍্রতিষ্ঠান মোশাররফ গ্রুপের মোশাররফ স্পিনিং মিলস এর তুলার দুই নং গোডাউনে দুপুর আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শুরুতে নিজস্ব ফায়ার সার্ভিসের জনবল দ্বারা আগুন নেভানোর কাজ শুরু হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে যুক্ত হয়। প্রায় দুই ঘন্টা ধরে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের কারন হিসেবে বৈদ‍্যুতিক শর্টসার্কিট এর কথা বলা হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার তুলার পুরে গেছে বলে ধারণা করা হচ্ছে।

তিন সদস‍্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে যার নেতৃত্বে রয়েছেন এডমিন ডিজিএম। পরবর্তী তিন কার্যদিবসের মধ‍্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। এতে কোন প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটে নি। তবে প্রতিষ্ঠানের ভেতর থমথমে ভাব বিরাজ করছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিজস্ব ফায়ার সার্ভিসের জলবল প্রস্তুত রাখা হয়েছে যাতে পুনরায় কোন দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয়।