মনিরুল ইসলাম মনি, দাকোপ(খুলনা)প্রতিনিধিঃ “পুষ্টি মেধা দারিদ্র বিমোচন প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন” এই শ্লোগানে দাকোপে প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২১ এর উদ্বোধন হয়েছে।
শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণী অধিদপ্তরের সহযোগীতায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস।
দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পরিতোষ কুমার রায়। সব শেষে অতিথিবৃন্দ প্রদর্শনকৃত বিভিন্ন খামাররির প্রাণী পরিদর্শন করেন।