ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৭ জুন, ২০২১ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

দশমিনায় জমি দখলকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষ আহত দুই

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: দশমিনা উপজেলা গত সোমবার বিকেল ৫টার সময় চর তৈলক্ষ এলাকায় জমি দখল কে কন্দ্রে করে দু’গ্রুপে সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবত সোহরব হাওলাদার গং অবৈধ ভাবে একই এললাকর সহিদ সিকদারের (সরকার কতৃক বন্দোবস্ত মূলে মালিক) জমি জোরপূর্ব ক ভোগ দখল করে আসছে।

সহিদ সিকদার ও তার ছেলে ওই জমিতে চাষাবাদ করতে গেলে এ সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনার প্রতক্ষদর্শী মো,তৌহিদ সিকদার জানান, চর তৈলক্ষ তে আমরা সরকার কতৃক বন্দোবস্ত মূলে মালিক। সোহরব সরদারের ছেলে শাহিন মৎস্যজীবী লীগের সহ-সভাপতি হওয়ায় আমাদের জমিতে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক এত দিন দখল করে আসছে।

আমরা আমদের জমিতে চাষাবাদ করতে গেলে সোহরব হাওলাদার ও তার
ছেলে শাহিন অপরিচিত ৭/৮জন নিয়ে আমাদের উপর আক্রমন করে আমার মাথা ফাটিয়ে দেয় । জহিদ সিকদার বলেন, শাহিন এলাকায় একটি ত্রাস ও জমি দখল
,অবৈধ রেনু ব্যবসায়ী , অবরোধ চলাকালীন ইলিশ মাছ ধরার সিন্ডিকেট
পরিচালোনা করে থাকে । আমরা আমাদের জমিতে চর তৈলক্ষ ১নং এ বন্দোবস্ত জমি
গত মাসে স্থানীয় জরিপ কারক দিয়ে সিমানা পিলার দিয়ে আসি । গত কাল ওই
জমি চাষাবাদ করতে গেলে শাহিন সহ ৭/৮ জন ৫ নং চর থেকে এসে আমার ভাই
তৌহিকে দেশিও অস্র ব্যবহার করে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে । বর্তমানে আমর
ভাই হাসপাতালে মৃত্যুর যন্ত্রনায় কাতরাচ্ছে। অপর দিকে সোহরব হওলাদার বলেন, ওই
জমি আমাদের আমরা দীর্ঘ দিন চাষাবাদ করছি । আমরা ৫ নং ছিলাম শুনতে পাই
জাহিদ গং রা আমাদের জমি চাষাবাদ করছে বাধা দিলে দৌহিদ আমার ছেলেকে
কোপ দিয়ে বামহাত রক্তাক্ত জখম করে দশমিনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত
চিকিৎসক বরিশাল শে-রে-ই বাংলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। ।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম জানান, ঘটনা শুনে
উপপরিদর্শক (এস আই) মেহেদী হাসানকে তদন্তের জন্য দশমিনা হাসপাতালে
পাঠানো হয়েছে । এ ঘটনায় উভয় পক্ষ থানায় এজাহার দাখিল করেছে। আইন গত
ব্যবস্থা নেয়া হবে । মামলা তদন্ত প্রক্রিয়াদিন আছে।