ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৭ জুন, ২০২১ , আজকের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

দাকোপ পুলিশের অভিযানে মাদক সহ আটক-২

মনিরুল ইসলাম মনি দাকোপ (খুলনা) প্রতিনিধিঃ দাকোপ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ২ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দাকোপ থানা সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী এর নেতৃত্বে এসআই(নিঃ) প্রদীপ মালাকার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ১০৫(একশত পাচ) গ্রাম গাঁজা সহ চালনা পৌরসভার আনন্দনগর এলাকার মোঃ আঃ খালেক ঢালীর পুএ মোঃ নুরুজ্জামান ঢালী (৩০) ও একই এলাকার ছোটচালনা এলাকার মোঃ শরীফ শেখ (২০) কে দাকোপ থানাধীন চালনা পৌরসভাস্থ আনন্দনগর গ্রাম থেকে গ্রেফতার করে।

পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে দাকোপ থানার মামলা নং-০৩/৭৩, তারিখ-০৬/০৬/২০২১ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করে অদ্য দিনপুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।