ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৯ জুন, ২০২১ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষার লক্ষ্যে ‘রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ’ গঠিত

মাজহারুল ইসলাম চপল, ব্যুরো চীফঃ রাজশাহীতে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিরসন এবং পেশাগত স্বার্থে সাংবাদিকদের বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ‘রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ’ গঠিত হয়েছে।

বুধবার (০৯ জুন) দুপুরে রাজশাহী নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে ‘রাজশাহী সাবাদিক ঐক্য পরিষদ’ গঠিত হয়। এতে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে), রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী মডেল প্রেসক্লাব, রাজশাহী সিটি প্রেসক্লাব, রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ), জাতীয় সাংবাদিক সংস্থা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামসহ (বিএমএসএফ) ১০টি সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক সহ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এছাড়া রাজশাহী থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন। দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক উপচার পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ সেলিম’কে আহবায়ক ও দৈনিক গনধ্বনির সম্পাদক ইয়াকুব আলী সদস্য সচিব করে ১৭ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।

এছাড়াও দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও রাজশাহী সিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আজিবার রহমান যুগ্ম আহবায়ক -১ ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনী নীরো যুগ্ম আহবায়ক -২ এবং আহবায়ক কমিটির অন্য সদস্যগণ হলেন- রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি মাসুদ রানা রাব্বানী, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের রাজশাহী জেলা শাখার সভাপতি শাহিনুর রহমান সোনা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজশাহী জেলা শাখার সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি এমএ হাবিব জুয়েল, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) ও দৈনিক গনমুক্তির ব্যুরো চীফ মাজহারুল ইসলাম চপল, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন, স্বদেশ বিচিত্রার রাজশাহী ব্যুরো প্রধান সাগর নোমানী, রাজশাহী সিটি প্রেক্লাবের ক্রীড়া সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হুমায়ুন।

এছাড়াও অনুষ্ঠানে রাজশাহীতে কর্মরত বিভিন্ন মিডিয়ায় কাজ করা সাংবাদিকরা সহ সমাজ সেবক ও ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।