ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

পটুয়াখালীতে নিয়মিত আদালতের কার্যক্রম চালু করার দাবীতে আইনজীবীদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহা: পটুয়াখালীতে স্বাস্থ্যবিধি রক্ষা করে নিয়মিত আদালতের কার্যক্রম চালু করার দাবীতে মানববন্ধন করেছে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি নেতৃত্বে আইনজীবীরা।

আজ ১৩ জুন রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালনকালে নিয়মিত আদালত পরিচালনা করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এনামুল হক, সহ-সভাপতি এড. মো. আলমগীর, সাধারন সম্পাদক এড. মো. আবুল কালাম আজাদ, বারের সাবেক সভাপতি এড. খন্দকার আঃ হাই, সাবেক সভাপতি এড. ওয়াহিদ সরোয়ার কালাম, বারের সহ-সাধারন সম্পাদক এস এম তৌফিক হোসেন মুন্না প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এড. আবুল কাশেম, এড. আঃ হক ফরাজী, এড. আলতাফ হোসেন তালুকদার, লক্ষ্মী নারায়ন পাল, সাবেক পিপি এড. হারুন অর রশিদসহ দুইশতাধিক আইনজীবী।

বক্তারা বিচার প্রার্থীদের বিচার পাওয়া এবং মামলার জট নিরসনে অবিলম্বে ভার্চুয়্যাল বন্ধ করে সরাসরি আদালত পরিচালনা করার জন্য জোর দাবী জানান।