ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১ , আজকের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদকে কুটুক্তি করায় আইনি ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের অধিকার ও স্বার্থরক্ষার শপথ নিয়ে “রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ” এর পথ চলা। এই পথ চলার শুরুতে অর্থাৎ ১২ জুন এই সংগঠনকে নিয়ে কুটুক্তিমুলক কথা ও সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি রফিক আলম ও সাধারন সম্পাদক তরিকুল ইসলাম।

যেখানে এই নবগঠিত সংগঠনের সন্মানহানী চেষ্টা করা হয়েছে। যা রাজশাহীর কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। এর আলোকে ঐ প্রকাশিত সংবাদের তিব্র প্রতিবাদ ও ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। যেহেতু ঐ সংবাদের প্রেক্ষিতে তারা ( রফিক আলম ও তরিকুল ইসলাম) ক্ষমা বা প্রতিবাদ বিজ্ঞপ্তি দেয়নি।

তাই ১৬ জুন (বুধবার) দুপুরে রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে সাংগঠনিক ভাবে আলোচনা সভায় বসে সংগঠনটির আহ্বায়ক কমিটি আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেয় । এই সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক অধ্যক্ষ আবু ইউসুফ সেলিম। সভা পরিচালনা করেন সদস্য সচিব ইয়াকুব শিকদার। এতে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহবায়ক মো: আজিবার রহমান, যুগ্ম আহবায়ক এসএম আব্দুল মুগনী নীরো প্রমুখ।

যেহেতু কুটুক্তিকারী সাংবাদিকরা ২৪ ঘন্টা পার হলেও তাদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেনি। তাই সিদ্ধান্ত অনুযায়ী ঐ সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়। তবে চলমান লকডাউনের পর আইনি প্রক্রিয়া সম্পুর্ন করা হবে বলে সিদ্ধান্ত হয়।