ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

রোববার দৌলতপুরে ৮৩ পরিবার পাবে নতুন বাড়িঘর

২০ জুন রোববার সকালে সারাদেশের বিভিন্ন এলাকায় গৃহহীনদের জন্য বসবাস উপযুক্ত বাড়ির চাবি ও দলিল হস্তান্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর কুষ্টিয়ার দৌলতপুরের আনুষ্ঠানিকতায় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (কুষ্টিয়া) আর.এম সেলিম শাহনেওয়াজ, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুনসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে চাবি হস্তান্তর অনুষ্ঠিত হবে। এসময় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধারাও। উপস্থিত থাকবেন বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিবৃন্দ।

উপজেলার সোনাইকুন্ডী, হোসেনাবাদ, ঝাউদিয়া, দৌলতখালী ও বোয়ালিয়া এলাকার সরকারি গৃহায়ণ প্রকল্পগুলোতে বিগত সময়ের প্রথম ধাপের ৬১ পরিবার ও এবারের ২২ পরিবারের হাতে স্ব স্ব নামে জমি-বাড়ি অন্যান্যসহ ১ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ-সম্পত্তি হস্তান্তর করা হবে। প্রতিটি পরিবারকে দেয়া হবে সপ্তা’ খানেকের খাদ্যসামগ্রীও।

পিআইও (দৌলতপুর) আব্দুল হান্নান জানিয়েছেন, করোনা পরিস্থিতির বিবেচনায় গৃহ প্রাপ্ত গৃহহীনদের মধ্যে সৌজন্য কয়েকজনের হাতে চাবি হস্তান্তর করা হবে রোববার সকালে। উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকতা শেষে, উপজেলা প্রশাসনের লোক মারফত অন্যান্যদের চাবি ও দলিল পৌঁছে দেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, সরকারের এই কার্যক্রম চলমান থাকবে।

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসন সুবিধার আওতায় আনার জন্য সরকারের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ জুন ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর মধ্যে ৫৩ হাজার ৩৪০টি বাড়ি বিতরণ উদ্বোধন করবেন।